Vivo v11 Pro Review

0
59

আসসালামুআলাইকুম । কেমন আছেন বন্ধুরা ..? আমি আপনাদের ভালো আছি ..। আপনাদের জন্য আজকে থাকছে অল্প টাকায় অনেক ভালো ভালো সমস্ত ফিচার এর মোবাইল Vivo v11 Pro এর Review.

এতো অল্প টাকায় এতো দামি ফিটার খুবই কম মিলবে । কেনো না এই ফোনে রয়েছে ডিসপ্লে ফিংগারপ্রিন্ট । যা এই ফোনকে করেছে আরও এট্রাক্টীভ । তার সাথে রয়েছে ফেস লক সিস্টেম । সেটাও আবার হাই সেন্সরের । এতো হাই সেন্সর যে অন্ধকারে ফেস লক খুলতে সাহায্য করবে । সাথে রয়েছে ৩৪০০ এমএইচএ ব্যটারী । ফ্রন্ট ক্যামেরাে আছে ২৫ মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা রয়েছে ১২+৫ মেগাপিক্সেল , অর্থাৎ ২ টি ক্যামেরা । সাথে আছে অটো ফোকাস, এলইডি ফ্লাস । আরও রয়েছে ৬.৪১ ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লে । নেটওয়ার্ক মুড ২জি,৩জি,৪জি ও এলটিই । র‌্যাম ৬ জিবি , রোম অর্থাৎ ফোন স্টোরেজ ১২৮ জিবি । সব মিলিয়ে ওয়াসাম সব ফিচার ।

আরও জানতে নিচের ছবি লক্ষ করুন ।

ধন্যবাদ সবাইকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here